Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
এশিয়ান কাপ বাছাইপর্ব

আবারও ভারতের গ্রুপে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবারও ভারতের সঙ্গে খেলবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবারও ভারতের সঙ্গে খেলবে।
[publishpress_authors_box]

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ২০১৯ সালের ১৫ অক্টোবরের ওই ম্যাচে ৪২ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন সাদ উদ্দিন। কিন্তু ৮৮ মিনিটে ভারতকে সমতাসূচক গোলটি এনে দেন আদিল খান।

অবশ্য ২০২১ সালে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচেও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আবারও এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের গ্রুপেই পড়েছেন জামাল ভূঁইয়ারা।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার হয়েছে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ড্র। এতে বাংলাদেশ গ্রুপ সি’তে পড়ে। এই গ্রুপে ভারত ছাড়াও বাংলাদেশের সঙ্গী হয়েছে হংকং ও সিঙ্গাপুর।

এশিয়া কাপ বাছাইয়ে ২৪ দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল ২০২৭ সালে সৌদি আরবে এশিয়া কাপে চূড়ান্ত পর্বে যাবে।

এশিয়ান কাপ বাছাইয়ের ড্র হয়েছে ২৮ নভেম্বর প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী। সে অনুযায়ী ২৪ দল চারটি পটে বিভক্ত ছিল। প্রতিটি পটে ছয়টি দল ছিল। বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় চার নম্বর পটে ছিল।

‘সি’ গ্রুপে অবস্থান করা বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ১৮৫, সিঙ্গাপুরের ১৬১, হংকং ১৫৬ এবং ভারত ১২৭তম স্থানে আছে।  

এশিয়ান কাপ বাছাইয়ের ড্র পট ভিত্তিক হয়েছে। প্রথমে পট চার থেকে দল তোলা হয়। বাংলাদেশের নাম তিন নম্বরে ওঠায় ‘সি’ গ্রুপে পড়েছে। পট চারের পর তিন, দুই ও একের দলগুলো তোলা হয়।

বাংলাদেশের এশিয়ান কাপের সূচী

তারিখম্যাচ
২৫ মার্চ ২০২৫ভারত-বাংলাদেশ
১০ জুন ২০২৫বাংলাদেশ-সিঙ্গাপুর
৯ অক্টোবর ২০২৫বাংলাদেশ-হংকং
১৪ অক্টোবর ২০২৫হংকং-বাংলাদেশ
১৮ নভেম্বর ২০২৫বাংলাদেশ-ভারত
৩১ মার্চ ২০২৬সিঙ্গাপুর-বাংলাদেশ

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ভারতের বিপক্ষে, আগামী বছর ২৫ মার্চ। ভারত গ্রুপের শীর্ষ দল ও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প্রথম ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হবে।

এরপর ১০ জুন সিঙ্গাপুর আসবে বাংলাদেশে। ৯ অক্টোবর ঢাকায় হংকং খেলবে। এরপর বাংলাদেশ ১৪ অক্টোবর যাবে হংকংয়ে খেলতে। ১৮ নভেম্বর আবার ঢাকায় মুখোমুখি বাংলাদেশ ও ভারত। ৩১ মার্চ সিঙ্গাপুরে খেলতে হবে বাংলাদেশকে।

ভারতের বিপক্ষে মাঠে লড়ছেন জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়ান কাপ ফুটবলে খেলেছে। এরপর আর কখনও বাছাইপর্ব পার হতে পারেনি। এশিয়ান কাপে বর্তমানে এশিয়ার শীর্ষ ২৪ টি দেশ অংশ নেয়।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ধাপ একই সঙ্গে হয়েছে। এশিয়া থেকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হওয়া ১৮ দল সরাসরি এশিয়া কাপে খেলবে। বাকি ছয়টি দল আসবে এই ২৪ দলের বাছাই থেকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত