Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

অটোরিকশা যাত্রীর ব্যাগ তল্লাশি করে মিলল ২ কেজি আইস    

বৃহস্পতিবার রাতে রামু উপজেলা থেকে ক্রিস্টাল ম্যাথসহ এক ব্যক্তিকে আটক করে বিজিবি।
বৃহস্পতিবার রাতে রামু উপজেলা থেকে ক্রিস্টাল ম্যাথসহ এক ব্যক্তিকে আটক করে বিজিবি।
[publishpress_authors_box]

কক্সবাজারের রামু থেকে প্রায় দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া অভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নূর মোহাম্মদ (৩৯)। তিনি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার বাসিন্দা।

সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, বৃহস্পতিবার রাতে গোয়ালিয়া লিংক রোড এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা।

সেসময় মরিচ্যার দিক থেকে আসা অটোরিকশাযাত্রী নূর মোহাম্মদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তার ব্যাগ তল্লাশি করেন। তার ব্যাগের ভেতর মেলে ১ কেজি ৯৮০ গ্রাম আইস।

নূর মোহাম্মদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত