Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

coxbazar
[publishpress_authors_box]

কক্সবাজারের ঈদগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে নাপিতখালী এলাকায় এক ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ আসে।

রেলের লোকো মাস্টার তাকে দেখে বারবার হুইসেল বাজালেও রেললাইনে থাকা ব্যক্তিটি সরেননি। এক পর্যায়ে রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে বলে জানান ওসি।

মশিউর জানান, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা তিনি লবণ মাঠের শ্রমিক।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত