নবপরিণীতা স্ত্রীকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরির আঘাতে নিহত হয়েছেন আব্দুল কাদের নামের এক যুবক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রবিবার রাত ৮টার দিকে শহরের কলাতলী এলাকার সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
নিহত আব্দুল কাদের (২৫) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উপরপাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। তিনি কক্সবাজার শহরের কলাতলী এলাকার অভিজাত হোটেল বেস্ট ওয়েস্টার্নের কর্মচারী ছিলেন।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল কাদেরের স্ত্রী রামু উপজেলার রাজারকূল এলাকার বাসিন্দা তসলিমা আক্তার (২০) ও হোটেল বেস্ট ওয়েস্টার্নের কর্মচারী তৌহিদুল ইসলাম মাঈনকে (২৩) হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের স্বজন ও সহকর্মীদের বরাতে ওসি রকিবুজ্জামান বলেন, আব্দুল কাদের ও তসলিমা আক্তার একই হোটেলের কর্মচারী। পরিবারকে না জানিয়ে সম্প্রতি তারা বিয়ে করেন। তবে তারা নিজ নিজ পরিবারের সঙ্গে থাকতেন।
তিনি জানান, রবিবার বিকালে হোটেলে কাজ শেষে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ঘুরতে যান নবদম্পতি কাদের ও তসলিমা। রাত ৮টার দিকে সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে ৪/৫ জন তাদের ঘিরে ধরে। কাদেরের কাছ থেকে দুর্বৃত্তরা তার মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন।
“এতে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে কাদেরকে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে দুর্বৃত্তরা। পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা কাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, “হত্যার কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ দুজনকে আমরা হেফাজতে নিয়েছি।”
পুলিশি হেফাজতে যাওয়ার আগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিহতের স্ত্রী তসলিমা আক্তার সাংবাদিকদের জানান, ২ জুন পরিবারকে না জানিয়ে আব্দুল কাদেরকে বিয়ে করেন তিনি। কথা ছিল, কয়েক বছর চাকরি করে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পর উভয়ের পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করবেন তারা।
সমুদ্র সৈকতে কী হয়েছিল জানতে চাওয়া হলে তিনি বলেন, “সন্ধ্যায় কলাতলী এলাকার সাফা বিচে আমরা ঘুরতে যাই। পরে সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে পৌঁছার পর আমরা মোবাইলে ফোনে লুডু খেলতে শুরু করি। একপর্যায়ে আমার স্বামী সৈকতে জেলেদের কাছ থেকে মাছ কেনেন।
“মাছ কিনে ফেরার পথে ৪/৫ জন লোক আমাদের ঘিরে ধরে। তারা আমার স্বামীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় তার সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়। কাদেরকে তারা তখন ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”
নিহত আব্দুল কাদেরের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি রকিবুজ্জামান।