Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় গ্রেপ্তার সাদেক। ছবি : সকাল সন্ধ্যা
সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় গ্রেপ্তার সাদেক। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জন হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম মো. সাদেক (৪১)। তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার ভোরে ফাঁসিয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সেদিন রাতে গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

তিনি জানান, গ্রেপ্তার সাদেক এজাহারের ১১ নম্বর আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তানজিম ছরোয়ারকে হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে।

এর আগে, ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছিল মামলার প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ ছয় জনকে।

সাদেরকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।

আইএসপিআর জানিয়েছিল, রাতে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান। অভিযানের সময় ৭-৮ সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা রেজাউল করিমের বাড়ি ও আশপাশ থেকে ছয় ডাকাতকে আটক করে। এছাড়া দুটি দেশিয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত