Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩ জন

এডিস মশার লার্ভা খুঁজতে মঙ্গলবার অভিযান চালিয়েছে ডিএসসিসি। ছবি : সকাল সন্ধ্যা
এডিস মশার লার্ভা খুঁজতে মঙ্গলবার অভিযান চালিয়েছে ডিএসসিসি। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ও শনাক্তের যে হিসাব স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে সেখানে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৯ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত এ রোগে মৃত্যু হলো ৪২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। এর বাইরে ঢাকা বিভাগে তিনজন, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে একজন করে, চট্টগ্রাম বিভাগে ১৩ জন আর বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন।

এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো মোট তিন হাজার ৪৬২ জন।

অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৮৭ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৭৬ জন।

এডিসের লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে জরিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় নয়টি স্থাপনাকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত সাতটি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

মঙ্গলবার করপোরেশনের রামপুরার জি ও এফ ব্লক, ১ নং রোড ও আশপাশের এলাকা, হাজারীবাগ পার্ক সংলগ্ন এলাকা, টিপু সুলতান রোড, অভয়দাস লেন, গোয়ালনগর, ইংলিশ রোড, তাতীবাজার সংলগ্ন, মান্ডা, গ্রিন মডেল টাউন, মুগদা, যাত্রাবাড়ি, দনিয়া, যাত্রাবাড়ী, জনতাবাগ, পলাশপুর ও সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৩১১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এসময় এডিস মশার লার্ভা পাওয়ায় নয়টি স্থাপনাকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত