Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

অনলাইনে রিটার্ন দাখিল বেড়েছে ১৬৬%

SS-e-return--090924
[publishpress_authors_box]

অনলাইনে রিটার্ন দাখিলে আয়কর দাতাদের মধ্যে আগ্রহ বাড়ায় তা গত অর্থ বছরের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থ বছরের এ পর্যন্ত ১৬৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

গত ২০২৩-২৪ অর্থ বছরে অনলাইনে বা ই-রিটার্ন জমা পড়েছিল ৫ লাখ ২৬ হাজার ৪৮৭টি। চলতি অর্থ বছরের ১৬ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যা পর্যন্ত হিসাব অনুযায়ী ১৪ লাখের বেশি ই-রিটার্ন জমা পড়েছে।

এছাড়া ১৮ লাখের বেশি নতুন করদাতা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বলেও জানিয়েছে এনবিআর।

তবে এ পর্যন্ত আয়কর রিটার্ন থেকে মোট কত রাজস্ব আদায় হয়েছে, সেই হিসাব জানায়নি এনবিআর। গত অর্থ বছরের পুরো সময়ে এই খাত থেকে প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।

রবিবার ছিল চলতি অর্থ বছরে জরিমানা ছাড়া আয়কর দাখিল করার শেষ দিন। এ উপলক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর।

প্রতি অর্থ বছরের ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু বিগত কয়েক বছরের মতোই এবারও কয়েক দফা সময় বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও রকম জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের মেয়াদ বাড়ানো হয়।

সেই সময় রবিবার শেষ হয়েছে। কিন্তু এ পর্যন্ত এই খাত থেকে কত রাজস্ব আদায় হয়েছে তা জানানো হয়নি।

তবে গত ডিসেম্বর মাস পর্যন্ত রাজস্ব আয়ের অন্যান্য খাতে নেতিবাচক প্রভাব থাকলেও আয়কর খাতে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে।

সারাবছর ই-রিটার্নের সুযোগ

এনবিআর জানিয়েছে, কয়েক দফা বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছিল। বিশেষ করে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে বিশেষ সফলতাও অর্জন করতে পেরেছে সংস্থাটি।

আয়কর দাতাদের পরামর্শ অনুযায়ী এবারও আয়কর দিবসের পরও অর্থাৎ ১৬ ফেব্রুয়ারির পরও অর্থাৎ সারাবছরই অনলাইনে রিটার্ন গ্রহণ সেবাটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

তবে আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনোরূপ কর অব্যাহতি পাবেন না।

তাছাড়া, কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে বলে জানিয়েছে এনবিআর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত