Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

SS-Operation-Devil-Hunt-080225
[publishpress_authors_box]

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ‘সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।

শনিবার রাত থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হবে বলে দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান।

তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর শুক্রবার রাতের ‘সন্ত্রাসী আক্রমনের’ ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে আগামীকাল (রবিবার) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন”।  

নাগরিক কমিটির আল্টিমেটাম

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা, তাতে এতে যোগ দেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত