বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে আরও ৪৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৮ জন। এসময় জব্দ করা হয়েছে সাতটি অস্ত্র।
সোমবার রুমার বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী।
তিনি বলেন, “রুমার পাহাড়ে কেএনএফের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযানেই বিভিন্ন স্থান থেকে ৪৯ জনকে আটক করা হয়েছে। আটক ৩১ পুরুষ এবং ১৮ নারীর বিরুদ্ধে মামলা করা হবে।”
গত ২ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করে টাকা লুট করে সন্ত্রাসীরা। এ সময় ব্যাংকের ম্যানেজার ও নিরাপত্তায় থাকা ১০ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় তারা। পরদিন সোনালী ও কৃষি ব্যাংকের আরও দুটি শাখায় হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার পর ম্যানেজার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে এবং হামলার সঙ্গে জড়িতদের ধরতে যৌথ অভিযান শুরু করে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় চলছে সাঁড়াশি অভিযান।
রবিবার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় কেএনএফ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী চেওসিম বমসহ পাঁচজনকে। সোমবার তাদের পরিচয় জানিয়েছে র্যাব। এরা সবাই কেএনএফ সদস্য।
এছাড়া সোমবার রুমা উপজেলার বেথেলপাড়া থেকে আরও দুই কেএনএফ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। একই দিন সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে সোনালী ব্যাংকের রুমা শাখার ক্যাশিয়ার উথোয়াইচিং মারমাকেও।