Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

ss-blackmoney-in-budget-060624
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা বাতিল করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এখন থেকে নিয়মিত করদাতাদের মতো সর্বোচ্চ ৩৫ শতাংশ আয়করের সঙ্গে ১০ শতাংশ জরিমানাসহ মোট ৪৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করতে হবে।

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের আদেশক্রমে গেজেট প্রকাশ করা হয়েছে।

এনবিআর সোমবারই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, “একজন নিয়মিত করদাতাকে তার আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ কর দিতে হয় এবং একটি নির্দিষ্ট পরিমাণ মালিক হলে প্রদেয় করের উপর আরও সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ প্রদান করতে হয়।

“মাত্র ১৫ শতাংশ হারে কর প্রদান করে কালো টাকা সাদা করার সুযোগ একটি ন্যায়নিষ্ট সমতাভিত্তিক কর ব্যবস্থার জন্য বৈষম্যমূলক।”

বিজ্ঞপ্তিতে এনবিআর আরও বলে, “একটি ন্যায়নিষ্ঠ সমতাভিত্তিক রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ১৫ শতাংশ আয়কর পরিশোধ করে নগদ অর্থসহ অপ্রদর্শিত সমজাতীয় পরিসম্পদ প্রদর্শনের বিশেষ ব্যবস্থা সংক্রান্ত বিধান বাতিল করা হলো।”

চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী প্রথম সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। পরবর্তী ১ লাখ টাকা আয়ে কর দিতে হবে ৫ শতাংশ হারে। সাড়ে ৪ লাখ টাকা পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ হারে কর দিতে হয়।

পরের ধাপে সাড়ে ৮ লাখ টাকা পরবর্তী ৫ লাখ টাকার আয়ের জন্য কর দিতে হয় ১৫ শতাংশ হারে। সে হিসাবে সাড়ে ১৩ লাখ টাকা পরবর্তী ৫ লাখ টাকার জন্য আয়কর দিতে হয় ২০ শতাংশ হারে।

এরপর সাড়ে ১৮ লাখ পরবর্তী ২০ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হয় ২৫ শতাংশ হারে। সাড়ে ৩৮ লাখ পরবর্তী যেকোনো পরিমাণ আয়ের ওপর কর দিতে হয় ৩০ শতাংশ হারে। আর ৫০ কোটি টাকার বেশি সম্পদের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ সারচার্জ দিতে হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত