Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

অ্যাম্বুলেন্স থেকে টোল-ফি আদায় না করার নির্দেশ

অ্যাম্বুলেন্স
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রোগীবাহী অ্যাম্বুলেন্স থেকে সেতু, ফ্লাইওভার, সড়ক-মহাসড়কসহ টানেল ও ফেরিতে টোল ফি আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট এ আদেশ দিয়ে রুল জারি করেন।

এতে সড়ক-মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, টানেল ও ফেরি দিয়ে চলাচলের সময় অ্যাম্বুলেন্স থেকে টোল, ফি আদায় বা আরোপ না করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

রোগীবাহি অ্যাম্বুলেন্স থেকে টোল বা ফি আদায় না করতে গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান বরাবর আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।

সাড়া না পেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন তিনি। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। পরে আদালত টোল ফি আদায় বা আরোপ না করতে নির্দেশ দেন।

রুলে গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিটিএ ও বিআরটিএ’র চেয়ারম্যানকে দেওয়া আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।

টোল আদায় বন্ধসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির আন্দোলনের প্রকাশিত খবর যুক্ত করে রিটকারী আইনজীবী মো. মনির উদ্দিন।

টোল বা ফি আদায় না করা, অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, প্রত্যেক হাসপাতালে পার্কিং সুবিধা, পাম্পে সিরিয়াল ছাড়া জ্বালানি নেওয়ার সুবিধাসহ ৬ দফা দাবিতে গত ২৪ জুলাই অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

এর আগে গত ২০ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করে সংগঠনটি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত