এর আগে অনেক বার উদ্যোগ নিয়েও যে কাজটি করতে পারেনি কাজী সালাউদ্দিনের কমিটি, সেটা এবার করতে চায় বাফুফে। দেশের তৃণমূলের ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা জেলা ফুটবল লিগ ছিল সবচেয়ে অবহেলিত। এবার দেশের প্রতিটি জেলায় ফুটবল লিগ আয়োজন বাধ্যতামূলক করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাফুফে জেলা ফুটবল লিগের প্রথম সভা শেষে বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। সভা শেষে তিনি বলেন, “এরই মধ্যে ১৩-১৪টি জেলা লিগ খেলার জন্য তৈরি হয়ে গেছে। আমি বলেছি, লিগ সব জেলায় আয়োজন করা বাধ্যতামূলক। এটা কিভাবে আকর্ষণীয় করা যায় সেটাই ভাবছি। এরপর আমরা সব জেলা চ্যাম্পিয়ন দল নিয়ে সারা দেশে একটা টুর্নামেন্ট করব। ”
শুরুতে সব জেলায় লিগ আয়োজন একটু কষ্টসাধ্যই হবে। কিন্তু যেসব জেলায় খেলা আয়োজনে সমস্যা রয়েছে সেই জেলার সঙ্গে কমিটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে।
প্রাথমিকভাবে মাগুরা, নড়াইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, ময়মনসিং, নারায়ণগঞ্হ, গাজীপুর, দিনাজপুর ও সুনামগঞ্জ জেলায় লিগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেনকে চেয়ারম্যান করে গঠন হয়েছে জেলা ফুটবল লিগ কমিটি।