অস্কার অর্থ্যাৎ একাডেমি অ্যাওয়ার্ডের পর্দা উঠতে চলেছে। অস্কার নিয়ে মাতামাতি থাকলেও অনেকের হয়তো খেয়াল করা হয়নি এবার তারকাদের নিয়ে ৯৬তম আসর বসবে। কিন্তু কোথায়?
এবারের অস্কার আসর নিয়ে ছোটখাটো সব প্রশ্নের উত্তর জানিয়ে দিচ্ছে সকাল সন্ধ্যা।
তাতে নিজের জন্য জানার তৃপ্তিটুকু যেমন মিলবে, তেমনি অস্কার নিয়ে চলতি সব আলাপে আপনি একটু বেশি এগিয়ে থাকতে পারেন।
এবার অস্কার আয়োজন কত তারিখে হবে?
১০ মার্চ রবিবার শুরু হবে স্থানীয় সময় অনুসারে। বাংলাদেশে সময়ের পার্থক্যে তখন সোমবার ১১ মার্চ ভোর সাড়ে ৪টা।
কোথায় বসছে ৯৬তম অস্কার আসর?
লস অ্যাঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসবে এই আসর। গত ২০ বছরের বেশি সময় ধরে এখানে বসছে তারকাদের মেলা।
বারবি সিনেমা কোন বিভাগে মনোনয়ন পায়নি?
বারবি সিনেমা বানিয়ে যতই হইচই ফেলুন মার্কিন পরিচালক গ্রেটা গারইউগ, অন্তত সেরা পরিচালকের অস্কার পুরস্কারটি জুটবে না তার। কারণ সেরা পরিচালক বিভাগ মনোনীত পাঁচ জনের মধ্যে একজন হতে পারেননি তিনি।
এবার অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে কোন সিনেমা?
পারমাণবিক বোমার জনক বরার্ট ওপেনহাইমারকে নিয়ে বানানো বায়োপিকের জয়জয়কার সবখানেই। দেখার বিষয় হলো, অস্কার আসরে কয়টি পুরস্কার বাগিয়ে নিতে পারে ওপেনহাইমার। এরমধ্যে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে এই সিনেমা।
মেসি নামের কুকুরটি অস্কারে মনোনীত কোন সিনেমায় অভিনয় করেছে?
স্নুপ চরিত্রে মেসি নামের কুকুরটি অভিনয় করেছে অ্যানাটমি অফ এ ফল সিনেমায়।
দানব চরিত্র নিয়ে নির্মিত কোন সিনেমার ফ্রাঞ্চাইজি এবারই প্রথম অস্কারে মনোনয়ন পেলো?
গডজিলা মাইনাস ওয়ান এবার সেরা ভিজুয়াল ইফেক্টস বিভাগে মনোনয়ন পেয়েছে। গডজিলা সিনেমা প্রথম মুক্তি পায় ১৯৫৪ সালে। একাডেমি অ্যাওয়ার্ডে এবারই গডজিলার কোনো সিনেমা মনোনয়ন তালিকায় জায়গা পেলো।
কোন সিনেমার হয়ে দ্বিতীয় বারের মতো অস্কার মনোনয়নে নাম লেখালেন এমা স্টোন?
এর আগে লা লা ল্যান্ড সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পুরস্কার ঝুলিতে পুরেছিলেন এমা স্টোন। এবার দ্বিতীয়বারের মতো সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় নাম লিখিয়েছেন তিনি। পুওর থিংস সিনেমার জন্য এমা ওয়াটসন সেরা অভিনেত্রীর পুরস্কার পাবেন কি না তা জানা যাবে অস্কারের ৯৬তম আসরের পর্দা উঠলেই।