Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের চাকরি হারিয়ে ইস্টবেঙ্গলে অস্কার ব্রুজোন

ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নিলেন অস্কার ব্রুজোন। ছবি: সংগৃহীত
ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নিলেন অস্কার ব্রুজোন। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশের চাকরি হারিয়ে এবার পশ্চিম বঙ্গের ফুটবল ক্লাবের দায়িত্ব নিলেন অস্কার ব্রুজোন। দিন কয়েক ধরেই আলোচনা চলছিল, ইস্টবেঙ্গলের কোচ হতে পারেন বসুন্ধরা কিংসের সাবেক কোচ। এবার আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গলের কোচ হিসাবে নাম ঘোষণা হয়ে গেল অস্কার ব্রুজোনের নাম। চলতি মৌসুমের শেষ পর্যন্ত লাল-হলুদের দায়িত্বে থাকবেন এই স্প্যানিয়ার্ড।

বসুন্ধরা কিংসের হয়ে চারটি প্রিমিয়ার লিগ, দুটি ফেডারেশন কাপ এবং একটি স্বাধীনতা কাপের ট্রফি জিতেছেন ব্রুজোন। ইস্ট বেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর তাঁর লক্ষ্য আইএসএল ও এএফসি চ্যালেঞ্জ কাপ। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, “আমি আমার দায়িত্ব জানি। ম্যানেজমেন্ট আমার জন্য যে লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে, সেটা পূরণ করার চেষ্টা করব। আমি নিশ্চিত আমরা সফল একটা যাত্রা করতে চলেছি। শুধু আইএসএলে নয়, এএফসি চ্যালেঞ্জ কাপেও।”

চলতি মৌসুমে ইস্টবেঙ্গল যেমন দল গড়েছে তাতে আইএসএলের তিনটি ম্যাচের পরই যে কোচ কার্লেস কুয়াদ্রাতের বিদায় ঘটে যাবে, এমনটা কেউ ভাবতে পারেননি। শুরুতেই এভাবে কুয়াদ্রাত সরে দাঁড়ানোয় খুব কম সময়ের মধ্যে কোচ নির্বাচন করতে বসে সমস্যায় পড়ে যান লাল-হলুদ কর্তারা।

কারণ, ভাল কোচ অনেকেই রয়েছেন। তবে মৌসুমের মাঝপথে ফ্রি কোচ পাওয়া কিছুটা সমস্যার। যাঁদের নাম কোচ হিসেবে ভাবা হয়েছিল, তাঁদের বেশিরভাগ কোচই কোথাও না কোথাও চুক্তিবদ্ধ। ফলে সমস্যায় পড়ে যায় ক্লাবটি।  এর মধ্য থেকেই দুজন কোচের নাম ছিল তালিকায়। একজন অস্কার ব্রুজোন এবং অন্যজন রোকা। কিন্তু রোকা শুধু কোচিং করতে চান না। তাঁর আগ্রহ শুধুই টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করা। ফলে রোকাকে বাদ দিয়ে চূড়ান্ত করা হয় অস্কার ব্রুজোনের নাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত