এবারের ব্যালন ডি’অরের হট ফেভারিট উসমান দেম্বেলে। সেই পুরস্কারের আগে চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা হলেন পিএসজির এই ফরাসি তারকা। ১৫ ম্যাচ খেলে ৮ গোল করেন দেম্বেলে, অ্যাসিস্ট ৬টি। ২৮ বছর বয়সী এই রাইট উইঙ্গারের দ্যুতিতে ছিটকে পড়ার কিনারে থেকে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।
ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়েও ৪-২ ব্যবধানের জয়ের পথে দেম্বেলের গোলেই ঘুরে দাঁড়িয়েছিল পিএসজি। এরপর স্টুটগার্টের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। প্লে-অফে ব্রেস্তের বিপক্ষে প্রথম লেগে করেন দুই গোল। ফাইনালে গোল না পেলেও করেছেন দুটি অ্যাসিস্ট।
চ্যাম্পিয়নস লিগের আগের তিন মৌসুমের সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র (২০২৩-২৪), রোদ্রি (২০২২-২৩) ও কারিম বেনজেমা (২০২১-২২)।
ফাইনালে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করা ১৯ বছরের দেজিরে দুয়ে জিতেছেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। এবারের চ্যাম্পিয়নস লিগে তার গোল ৫টি, অ্যাসিস্টও ৫টি।
এছাড়া এবারের চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশও ঘোষণা করেছে উয়েফা। সেখানে ট্রফি জেতা পিএসজির রয়েছেন ৭ জন। রিয়াল মাদ্রিদের কেউ না থাকলেও জায়গা করে নিয়েছেন বার্সেলোনার রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ
গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি) ; ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), নুনো মেন্দেস (পিএসজি) ; মিডফিল্ডার: ভিতিনহা (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল) ; ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দেজিরে দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), রাফিনিয়া (বার্সেলোনা)।