Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

৯১ রানে অলআউট ‘নতুন’ পাকিস্তান, দুই ওপেনারের ০

০ রানে আউট হন ওপেনার হারিস। ছবি : ক্রিকইনফো
০ রানে আউট হন ওপেনার হারিস। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর নতুনভাবে শুরু করতে চাইছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকাদের বাদ দিয়েছে তারা। ফলটাও পেল হাতেনাতে।

 ক্রাইস্টচার্চে আজ (রবিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সালমান আগার দল অলআউট মাত্র ৯১ রানে। তাও এমন এক নিউজিল্যান্ডের বিপক্ষে যাদের সেরা খেলোয়াড়রা আইপিএলের জন্য নেই এই সিরিজে। জবাবে ১০.১ ওভারে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে কিউইরা।

জ্যাকব ডাফি নিয়েছেন ৪ উইকেট। ছবি : এক্স

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ২০১৬ সালে ১০১ আর ২০১৮ সালে ১০৫ রানে (দুটিই ওয়েলিংটনে) অলআউট হয়েছিল পাকিস্তান। তবে ১০০’র কম রানে গুটিয়ে গেল এবারই প্রথম। দলটির দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজ আউট হয়েছেন ০ রানে। পাকিস্তানের টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ঘটল এমন কিছু। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০ রানে আউট হয়েছিলেন দুই পাকিস্তানি ওপেনার।

পাকিস্তানের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৩২ করেন খুশদিল শাহ। জ্যাকব ডাফি ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। তবে ম্যাচ সেরা হন ৮ রানে ৩ উইকেট নেওয়া কাইল জেমিসন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৮.৪ ওভারে ৯১ (খুশদিল ৩২, জাহানদাদ ১৭; ডাফি ৪/১৪, জেমিসন ৩/৮) ; নিউজিল্যান্ড: ১০.১ ওভারে ৯২/১ (সাইফার্ট ৪৪, অ্যালেন ২৯*; আবরার ১/১৫)। ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী। ম্যান অব ম্যাচ: কাইল জেমিসন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত