পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির এই টেস্ট জয়ের আনন্দের মাঝে শাস্তিও শুনেছে নাজমুল হোসেন শান্তরা। স্লো ওভার রেটে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। দলীয় পেনাল্টির সঙ্গে সাকিব আল হাসানকেও গুনতে হয়েছে জরিমানা।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চলছিল তখন। ৩৩তম ওভারে স্ট্রাইকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ওই সময় পাকিস্তানি ব্যাটারের দিকে বল ছুড়ে মারেন সাকিব। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে।
আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী এটি ‘অখেলোয়াড়সুলভ আচরণ’। আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করায় সাকিবকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সাকিব নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এদিকে বাংলাদেশ দলও শান্তি পেয়েছে। রাওয়াপিন্ডি টেস্টে নির্ধারিত ওভারের চেয়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রত্যেক কম ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যায়। ফলে স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট কাটা গেছে বাংলাদেশের।
স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে পাকিস্তানও। তারা নির্ধারিত ওভারের চেয়ে ৬ ওভার পিছিয়ে ছিল। যে কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিকদের ৬ পয়েন্ট কাটা গিয়েছে।
শুধু পয়েন্ট কাটা নয়, আর্থিক জরিমানাও গুনতে হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা ম্যাচ ফি’র ৩০ শতাংশ।
পয়েন্ট কাটা যাওয়ার প্রভাব পড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। রাওয়ালপিন্ডি টেস্ট জিতে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু ৩ পয়েন্ট কাটা যাওয়ায় এখন সাতে নেমে গেছে শান্তরা।