২১ আগস্ট শুরু হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট শুরুর প্রায় দেড় দিন আগে একাদশ জানিয়ে দিল পাকিস্তান। আগেই জানানো হয়েছিল পেস-নির্ভর বোলিং আক্রমণ সাজানো হচ্ছে। দল ঘোষণায় সেটিরই প্রতিফলন।
বাংলাদেশ সময় ২১ আগস্ট সকাল সাড়ে ১১টায় শুরু হবে রাওয়ালপিন্ডি টেস্ট। পাকিস্তান এই ম্যাচের একাদশ ঘোষণা করল সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে।
প্রথমবার দেশের মাটিতে টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছেন শান মাসুদ। অন্যদিকে পাকিস্তানের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে টেস্ট দলের কোচ জেসন গিলেস্পির।
🚨 Pakistan's playing XI for the first Test 🚨#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/2Q94RZStPB
— Pakistan Cricket (@TheRealPCB) August 19, 2024
পাকিস্তান সবশেষ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত জানুয়ারিতে সিডনিতে খেলা ওই টেস্টে খেলা সাতজন আছেন একাদশে। ব্যাটিং লাইনআপে কোনও পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে বোলিং আক্রমণে। রাওয়ালপিন্ডি টেস্টে চার পেসারের সঙ্গে আছেন একজন অলরাউন্ডার।
চার পেসার হলেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলী। তারা একাদশে নিয়েছেন সিডনিতে খেলা আমের জামাল, মীর হামজা, হাসান আলী ও সাজ্জাদ খানের জায়গা। রাওয়ালপিন্ডিতে খেলার কথা ছিল জামালের। কিন্তু পিঠের চোটে তিনি ছিটকে গেছেন।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি।