ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্টে বাংলাদেশকে আতিথ্য দিতে যাচ্ছে পাকিস্তান। প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত চলবে প্রথম টেস্টের লড়াই। এরপর করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৩০ আগস্ট।
দুই ম্যাচের টেস্টের লড়াইয়ে শান মাসুদকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। মাসুদের ডেপুটি হিসেবে কাজ করবেন সৌদ শাকিল। শাহিন শাহ আফ্রিদির ওয়ার্কলোড কমাতেই তাকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটারকে।
পাকিস্তান সবশেষ লাল বলের ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গত ডিসেম্বর-জানুয়ারির ওই সিরিজের ১৩ জন রয়েছেন বাংলাদেশের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ হুরাইরা, কামরান গুলাম ও মোহাম্মদ আলী। অন্যদিকে ১৩ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন নাসিম শাহ।
তবে টেস্ট দলে জায়গা ধরে রাখতে পারেননি ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নুমান আলী ও সাজিদ খান। ওদিকে ইনজুরির কারণে নেই হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি।