একাদশে স্পিনার না রেখে কত বড় ভুল হয়েছিল, প্রথম টেস্টের ক্ষণে ক্ষণে টের পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেই ভুল হয়তো আর করতে চাইবে না দলটি। সেকারণেই রাওয়ালপিন্ডির পরের টেস্টের স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার যোগ করেছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের দেড় দিন আগে একাদশই জানিয়ে দিয়েছিল পাকিস্তান। তবে শুক্রবার (৩০ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ওই জায়গা থেকে সরে এসেছে। দ্বিতীয় টেস্টে একটা জায়গায় ‘কিন্তু’ রেখে দিয়েছে স্বাগতিকরা। একাদশ না দিয়ে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা।
প্রথম টেস্টের একাদশ থেকে নেই শুধু শাহিন শাহ আফ্রিদি। তার জায়গায় দ্বিতীয় টেস্টে জায়গা পেয়েছেন আরেক বাঁহাতি পেসার মীর হামজা। আর স্পিনারের অভাব পূরণে স্কোয়াডে ফেরানো হয়েছে আবরার আহমেদকে।
এই লেগ স্পিনারকে দলে নেওয়ার ব্যাপারে পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি বলেছেন, “কন্ডিশনের কথা মাথায় রেখে ১২ সদস্যের দলে জায়গা পেয়েছে আবরার আহমেদ। এখনও আমরা পিচ দেখিনি। আগামীকাল (৩০ আগস্ট) সকালেই পিচের কন্ডিশন সম্পর্কে জানতে পারব।”
এ কারণেই এবার আগেভাগে ঘোষণা না করে ম্যাচের আগে একাদশ জানাতে চায় পাকিস্তান। প্রথম টেস্ট স্বাগতিকরা হেরেছে ১০ উইকেটে। ফলে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট তাদের সিরিজ বাঁচানোর লড়াই। বিপরীতে বাংলাদেশের লক্ষ্য, প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়।
দ্বিতীয় টেস্টের পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, সাইম আয়ুব, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আগা, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ, মীর হামজা।