Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশকে অভিনন্দন পিসিবি চেয়ারম্যানের

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি : এক্স
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি : এক্স
[publishpress_authors_box]

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। ম্যাচটা দেখেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট দল অসাধারণ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম টেস্ট জয়টা ঐতিহাসিক। হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি তাদের।’’

রাওয়ালপিন্ডিতেই হবে দুই দলের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন মহসিন নাকভি, ‘‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান ভালো খেলেনি। আশা করছি দ্বিতীয় টেস্টে আমরা ঘুরে দাঁড়াব ইনশাল্লাহ।’’

পাকিস্তানের এমন হারে ক্ষোভ লুকিয়ে রাখেননি সাবেক অধিনায়ক রশিদ লতিফ। ‘কট বিহাইন্ড’ অনুষ্ঠানে তিনি বললেন, ‘‘পাকিস্তান ইনিংস ঘোষণা না করে একবারই ব্যাটিং করতে পারত। তাহলে ড্র হলে হত। আপনার ইনিংস ঘোষণা ভুল ছিল। আপনার সিদ্ধান্ত ভুল ছিল, পিচ বুঝতে পারেননি, একাদশও খেলিয়েছেন ভুল (স্পিনার ছিল না)।’’

পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ।

পিচ বুঝতে না পারার কথা মেনে নিলেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদও, ‘‘কোনও অজুহাত দিচ্ছি না,তবে আমরা যেমন ভেবেছিলাম পিচ তেমন আচরণ করেনি। টেস্ট শুরুর আগে ৮-৯ দিন বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম তিন পেসার নিয়ে তাদের সীমার মধ্যে আটকে রাখা যাবে। কিন্তু দিন শেষে আমরা ভুল ছিলাম।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত