Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

meh
[publishpress_authors_box]

পাকিস্তান সফর মানেই বাংলাদেশের জন্য দুঃখগাঁথা। ২০০১ সালে প্রথম সফরের পর থেকে তিন সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছিল ২০টিই। সেই ইতিহাস বদলে দিল নাজমুল হোসেন শান্তর দল।

পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। দ্বিতীয় ইনিংমে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের সর্বনিম্ন স্কোর।

মিরাজ ২১ রানে ৪টি ও সাকিব নেন ৪৪ রানে ৩ উইকেট। অথচ এই টেস্টে বিশেষজ্ঞ কোনও স্পিনারই খেলায়নি পাকিস্তান। তারা ভালো জায়গায় থেকেও ৬ উইকেটে ৪৪৮ রানে ঘোষণা করেছিল প্রথম ইনিংস।

৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ছবি : এক্স

জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩০ রান। সহজ লক্ষ্যটা কোনও উইকেট না হারিয়ে পেরিয়ে যায় বাংলাদেশ। তাতে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের উল্লাসে ভাসে বাংলাদেশ। জাকির হাসান ১৫ ও সাদমান ইসলাম অপরাজিত ছিলেন ৯ রানে।

পাকিস্তানের মাটিতে তো বটেই পাকিস্তানের বিপক্ষেই এটা প্রথম টেস্ট জয় বাংলাদেশের। সেই জয়টা ১০ উইকেটে। পাকিস্তানের মাটিতে প্রথম দল হিসেবে ১০ উইকেটে টেস্ট জয়ের কীর্তিও গড়ল বাংলাদেশ।

মুলতানে ইনজামাম উল হকের কথা স্মরণ করিয়ে মোহাম্মদ রিজওয়ান ছিলেন ক্রিজ আঁকড়ে। ৫১ রান করা রিজওয়ানকে বোল্ড করে পাকিস্তানের শেষ স্তম্ভও গুঁড়িয়ে দেন মিরাজ। আব্দুল্লাহ শফিক ৩৭ ও বাবর আজম করেছিলেন ২২ রান। বাবরকে বোল্ড করেন তরুণ পেসার নাহিদ রানা। এরপর বাংলাদেশের ঘূর্ণি সামলাতে হিমশিম খেয়েছে পাকিস্তান। সেই স্পিন বিষেই শেষ পর্যন্ত নীল হল শান মাসুদের দল।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেটে ১৯৬ রানের জুটি গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের জয়ের ভিত রচিত হয় তাতে। তবে ১৯১ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আর মিরাজ জিতেছেন ম্যাচের সেরা বোলারের পুরস্কার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত