নতুন শুরুর আশায় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের টি-টোয়েন্টি থেকে বাদ দিয়েছে পাকিস্তান। তবে শুরুটা ছিল যাচ্ছেতাই। নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি তারা। দলটা পাকিস্তান বলেই আজ (শুক্রবার) অকল্যান্ডের ইডেন পার্কে ঘুরে দাঁড়াল তাদের মতো করেই, সবাইকে চমকে দিয়ে।
প্রথম দুই ম্যাচে যেখানে ১৪০ রানের ইনিংসও খেলতে পারেনি পাকিস্তান, সেখানে তৃতীয় টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ২০৪ রান তাড়া করে পাকিস্তান জিতেছে ২৪ বল ও ৯ উইকেট হাতে রেখে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দুই শর বেশি রান তাড়া করে ১৬ ওভারের মধ্যে জয়ের এটাই প্রথম নজির।
২০১৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানের চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা টপকে গিয়েছিল ২ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে। ২০০’র বেশি রান তাড়া করে এটাই ছিল দ্রুততম জয়ের রেকর্ড। সেই কীর্তি পেছনে ফেলল পাকিস্তান।
The match has been stopped as Pakistan players break their fast. What a moment in Auckland ❤️❤️❤️#NZvPAK #tapmad #DontStopStreaming #CatchEveryMatch pic.twitter.com/OAekFGdLX4
— Farid Khan (@_FaridKhan) March 21, 2025
প্রথম দুই ম্যাচে ওপেনার হাসান নেওয়াজ আউট হয়েছিলেন ০ রানে। সেই হাসান ৪৫ বলে ১০ বাউন্ডারি ৭ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংসে আজ নায়ক পাকিস্তানের। নিজের ইনিংসটির পথে হাসান ভেঙেছেন পাকিস্তানের হয়ে বাবর আজমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২৬ বলে ফিফটি করা নেওয়াজ সেঞ্চুরি করেন ৪৪তম বলে, যা পাকিস্তানিদের মধ্যে দ্রুততম। বাবর আজম ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
TERRIFIC CATCH BY HARIS RAUF…!!! 🥶 pic.twitter.com/ejgF1AcD8W
— Nawaz 🇵🇰 (@Rnawaz31888) March 21, 2025
মোহাম্মদ হারিসের সঙ্গে উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতেই ৭৪ রান করেছিলেন তিনি। ২০ বলে ৪১ করে ফিরে যান হারিস।বাকি কাজটা অধিনায়ক সালমান আগার সঙ্গে সারেন হাসান নেওয়াজ। সালমান অপরাজিত ছিলেন ৩১ বলে ৫১ রানে। সালমান আগার সঙ্গে হাসান অবিচ্ছিন্ন ছিলেন ১৩৩ রানের জুটি গড়ে।
এর আগে মার্ক চ্যাপম্যানের ৪৪ বলে ৯৪ আর মাইকেল ব্রেসওয়েলের ১৮ বলে ৩১-এ নিউজিল্যান্ড অলআউট হয়েছিল ২০৪ রানে। হারিস রউফ ৩টি আর ২টি করে উইকেট শাহিন শাহ আফ্রিদি আর আবরার আহমেদের। ৫ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে ২-১’এ।