Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ইনিংস ব্যবধানে হেরে ইতিহাস গড়ল পাকিস্তান

শান মাসুদের নেতৃত্বে টানা ৬ টেস্ট হারল পাকিস্তান। ছবি: এক্স
শান মাসুদের নেতৃত্বে টানা ৬ টেস্ট হারল পাকিস্তান। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ, এরপরও মুলতান টেস্ট ইনিংস ব্যবধানে হারাল পাকিস্তান। টেস্ট ক্রিকেটে ইতিহাসের প্রথম দল হিসেবে ৫০০’র বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারের লজ্জার রেকর্ড গড়েছে শান মাসুদরা।

শুক্রবার (১১ অক্টোবর) পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানে হেরেছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন ৩১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা হ্যারি ব্রুক।

মুলতানের ব্যাটিং সহায়ক উইকেটে ড্র-ই সম্ভাব্য গন্তব্য মনে হয়েছিল। কারণ পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রান তোলার পর ইংল্যান্ড আরও বড় সংগ্রহ দাঁড় করায়। হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি ও জো রুটের ডাবল সেঞ্চুরিতে ইংলিশরা ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে।

চতুর্থ দিনে চা বিরতির আগে পাকিস্তান দ্বিতীয় ইনিংস শুরু করে ২৬৭ রানে পিছিয়ে। ইংল্যান্ড যেভাবে ব্যাট করেছে তাতে পাকিস্তানের এই সংগ্রহ পেরিয়ে যাওয়া কঠিন মনে হয়নি। কিন্তু প্রথম বলেই স্বাগতিকরা উইকেট হারালে জমে যায় ম্যাচ। এরপর দিনশেষের আগে পাকিস্তানের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের অপেক্ষায় থাকে ইংলিশরা।

শেষ দিনে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। আড়াই সেশন আগেই ইনিস ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। সমান্তরালে লজ্জার রেকর্ডে নাম উঠে যায় পাকিস্তানের। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ইনিংসে ৫০০’র বেশি রান করে প্রথম দল হিসেবে ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ পর মুলতান টেস্ট ছিল পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর মঞ্চ। কিন্তু সেখানে আরও বড় লজ্জায় ডুবল স্বাগতিকরা। শান মাসুদের নেতৃত্বে দলটি টানা ৬ টেস্টে হারল। গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে হারে ২-০ ব্যবধানে। এবার ইংল্যান্ডের বিপক্ষে হারল আরও বাজেভাবে।

দেশের মাটিতেও পাকিস্তানের শোচনীয় অবস্থা। টানা ১১ টেস্টে জয় নেই তাদের। লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে তারা সবশেষ জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এর আগে ঘরের মাঠে পাকিস্তানের টানা এত ম্যাচ জয়হীন থাকার ঘটনা ৪৯ বছর আগের। ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে খেলা ১১ টেস্টের ১০টিতে ড্র ও একটিতে হেরেছিল পাকিস্তান।

এবারের জয়হীন ১১ ম্যাচের সঙ্গে তুলনা করলে এই পরিসংখ্যান মন্দ নয়। কারণ এবার জয় না পাওয়া ১১ টেস্টের ৭টিতেই হেরেছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫৫৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৪.৫ ওভারে ২২০ (সালমান আগা ৬৩, আমের জামাল ৫৫, সৌদ শাকিল ২৯, সাইম আয়ুব ২৫; জ্যাক লিচ ৪/৩০, গাস আটকিনসন ২/৪৬, ব্রেডন কার্সি ২/৬৬)।

ইংল্যান্ড: প্রথম ইনিংসে ১৫০ ওভারে ৮২৩/৭ (ডিক্লে.) (হ্যারি ব্রুক ৩১৭, জো রুট ২৬২, বেন ডাকেট ৮৪, জ্যাক ক্রলি ৭৮; সাইম আয়ুব ২/১০১, নাসিম শাহ ২/১৫৭)।

ফল: ইংল্যান্ড ইনিংস ও ৪৭ রানে জয়ী।

ম্যাচসেরা: হ্যারি ব্রুক।

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত