Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ-পাকিস্তানের করাচি টেস্ট দর্শকশূন্য স্টেডিয়ামে

এই স্টেডিয়ামেই সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান-বাংলাদেশ।
এই স্টেডিয়ামেই সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান-বাংলাদেশ।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির জোর প্রস্তুতি চলছে পাকিস্তানে। সংস্কার কাজ চলছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট বাংলাদেশের দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। সংস্কার চলায় সেই ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি।

এ নিয়ে পিসিবি বুধবার জানিয়েছে, ‘‘আমরা ভক্তদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। খুব সতর্কতার সঙ্গে সব ধরনের বিকল্প নিয়ে ভাবার পরেই আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করার সবচেয়ে নিরাপদ পথটা নির্বাচন করেছি।’’

সংস্কারের পর স্টেডিয়ামে খেলা দেখার পরিবেশ ও মানের উন্নতি হবে যথেষ্ট। সেটাও স্মরণ করিয়ে দিয়েছে পিসিবি, ‘‘আমরা দর্শকদের বঞ্চিত করার জন্য গভীরভাবে দুঃখিত। তবে এই বলে আশ্বস্ত করতে চাই যে স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ শেষ হলে আরও ভালোভাবে খেলা দেখতে পারবেন তারা।’’

যারা এরই মধ্যে টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি, ‘‘টিকিট বিক্রির সিদ্ধান্ত বাতিল করা হলো এখনই। যারা এরই মধ্যে টিকিট কেটেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত