অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি আগেই জানিয়ে রেখেছিল, ইউরোপ সফরের মাঝপথে চূড়ান্ত ১৫ জনের নাম জানানো হবে। সেই অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আসরের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে দল ঘোষণা করেছে তারা। দলটির পাঁচ ক্রিকেটার প্রথমবার কুড়ি ওভারের বিশ্বকাপে নামার অপেক্ষায়।
বাবরের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড গড়েছে পাকিস্তান। চোটশঙ্কা কাটিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন হারিস রউফ। এই পেসারকে বিশ্বকাপ পাওয়ায় পাকিস্তানের মনোবল আরও বাড়ার কথা। গত জানুয়ারিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি। কয়েক মাস মাঠের বাইরে থাকার পরও তাকে খুব করে বিশ্বকাপে চাইছিল পাকিস্তান। শেষ পর্যন্ত হারিসকে পাওয়ার তৃপ্তির ঢেকুর তুলেছে পিসিবি।
দল ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে, “হারিস রউফ এখন পুরোপুরি ফিট। নেটে দারুণ বোলিংও করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্য পেসারদের সঙ্গে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথমবার কুড়ি ওভারের বিশ্ব আসরে নামার অপেক্ষায় পাকিস্তানের পাঁচ ক্রিকেটার। তারা হলেন- আবরার আহমেদ, আজম খান, আব্বাস আফ্রিদি, সাইম আয়ুব ও উসমান খান।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারাসাম্য একটি স্কোয়াড গড়া হয়েছে’ বিশ্বকাপের জন্য। যদিও এই স্কোয়াডে জায়গা হয়নি হাসান আলীর।
পাকিস্তান দল এই মুহূর্তে ইউরোপ সফরের অংশ হিসেবে রয়েছে ইংল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে তাদের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে আয়ারল্যান্ডে খেলে এসেছে তিন ম্যাচের সিরিজ।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান।