পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান হেরেছিল আগেই। আজ (বুধবার) শেষ ম্যাচে রীতিমত বিধ্বস্ত তারা। ওয়েলিংটনে পাকিস্তানের ১২৮ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ড পেরিয়ে যায় ৬০ বল হাতে রেখে। ব্যাট হাতে ঝড় তুলে টিম সাইফার্ট খেলেছেন ৩৮ বলে ৬ বাউন্ডারি ১০ ছক্কায় অপরাজিত ৯৭ রানের ইনিংস ।শাদাব খানের করা দশম ওভারের শেষ তিন বলে তিন ছক্কা হাঁকালেও সেঞ্চুরি হয়নি তার।
টি-টোয়েন্টিতে সব চেয়ে বেশি বল বাকি থাকতে পাকিস্তানের হারের রেকর্ড এটা। আগের রেকর্ডটা হয়েছিল সিরিজের প্রথম ম্যাচে। ক্রাইস্টচার্চে পাকিস্তানের ৯১ রান নিউজিল্যান্ড পেরিয়েছিল ৫৯ বল হাতে রেখে। সাইফার্ট ঝড় তুললেও ম্যাচ সেরার পুরস্কার জিমি নিশামের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
এভাবে বিধ্বস্ত হয়েও তরুণদের জন্য আরও সময় চাইলেন পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা, ‘‘এখানে আসার সময়ই জানতাম এই দলটা তরুণদের। এশিয়া কাপ, বিশ্বকাপে নজর রেখে গড়া (এই দল)। তাদের আমরা আরও সময় দিব, ওরা অভিজ্ঞ হলে আরও ভালোভাবে ফিরে আসবে। এবার আমাদের লক্ষ্য ওয়ানডে সিরিজে ভালো করা। এটা একেবারেই আলাদা ফরম্যাটের খেলা।’’
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১২৮/৯ (সালমান ৫১, শাদাব ২৮; নিশাম ৫/২২) ; নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৩১/২ (সাইফার্ট ৯৭*, অ্যালেন ২৭; সুফিয়ান ২/৬) ; ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী ; সিরিজ: ৫-ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জয়ী ; ম্যান অব দ্য ম্যাচ: জিমি নিশাম ; ম্যান অব দ্য সিরিজ: টিম সাইফার্ট।