Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

হারে শুরু শাহীনের, কাঠগড়ায় বাবর

টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলকে সাউদি। ছবি : টুইটার
টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলকে সাউদি। ছবি : টুইটার
[publishpress_authors_box]

শাহীন শাহ আফ্রিদির নতুন অভিযান শুরু হল হার দিয়ে। পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজই অভিষেক হল তার। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে পাকিস্তান হেরেছে ৪৬ রানে।

অকল্যান্ডে কিউইদের ৮ উইকেটে ২২৬ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ১৮০ রানে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর এটাই।

২০১৮ সাল থেকে টি-টোয়েন্টিতে ওপেন করা বাবর আজমকে তিন নম্বরে পাঠানো হয় আজ। কিউইরা রান পাহাড় দাঁড় করালেও বাবর একটা সময় ২৯ বলে করেছিলেন ৩৬ রান। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৭ করে ফেরেন বাবর। কিন্তু ততক্ষণে নেট রান বেড়ে যাওয়ায় চাপে পড়ে পাকিস্তান।

তাতেই ১৮ বলের মধ্যে ২১ রান তুলতে শেষ ৬ উইকেট হারিয়ে ম্যাচও হারে পাকিস্তান। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারালেও পাকিস্তান করেছিল ৬৪ রান। এটা ধরে রাখতে না পারার দায় অনেকটা বাবরেরও। সাইম আয়ুব ৮ বলে ২৭, মোহ্ম্মদ রিজওয়ান করেন ১৪ বলে ২৫। টিম সাউদি নেন ৪ উইকেট। এই ফরম্যাটে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন সাউদি।

নিউজিল্যান্ডের হয়ে ২৭ বলে ৬১ করা ড্যারিল মিচেল জিতেন ম্যাচ সেরা পুরস্কার। শাহীন আফ্রিদি ৪৬ রানে নেন ৩ উইকেট। অবশ্য এক ওভারেই ২৪ রান দিয়েছিলেন তিনি, যা তার এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত