Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোন, শুভকামনা

ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ
ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ায় প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।

শুক্রবার টেলিফোনে অভিনন্দন ও শুভকামনা জানান শেহবাজ। সেইসঙ্গে আশা প্রকাশ করে বলেন, দক্ষিণ এশিয়ার দেশ দু’টির মধ্যকার সৌহার্দ্য তাদের জনগণের স্বার্থে বাস্তবিক সহযোগিতায় রূপান্তরিত হবে।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দুজনের কথোপকোথনের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

ছাত্রদের নেতৃত্বে একটি বিপ্লবের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টেলিফোন করে অভিনন্দন জানানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. ইউনূস।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে সংযোগ জোরদার করারও আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

নিয়মিত সার্ক সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, যত দ্রুত সম্ভব সার্কের রাষ্ট্র ও সরকার প্রধানদের একটি সংক্ষিপ্ত বৈঠকের আয়োজনের ওপর জোর দেন।

শেহবাজ শরিফ বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। বন্যার্তদের প্রতি পাকিস্তানের জনগণের সংহতি জানিয়ে পাঠানো বার্তার জন্য তাকে ধন্যবাদ দেন ড. ইউনূস।

কথোপকোথনে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রয়োজনীয়তারও ওপর জোর দেন শেহবাজ শরিফ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত