Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

র‍্যাঙ্কিংয়ে উন্নতির দিনে পাকিস্তানের তিন জনের জরিমানা

ty
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফির আগে দারুণ ছন্দে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ৩৫২ রানের পাহাড় টপকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছেছে তারা। এত বেশি রান তাড়া করে এবারই প্রথম কোন ওয়ানডে জিতল পাকিস্তান।

এই জয়ে উন্নতি হয়েছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে টপকে তারা এখন দ্বিতীয় স্থানে। পাকিস্তানের রেটিং পয়েন্ট অস্ট্রেলিয়ার সমান ১১১। তবে অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলা পাকিস্তান ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় উঠে এসেছে দুইয়ে।

 ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা ভারত ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৮১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ৯ নম্বরেই।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন তিন পাকিস্তানি ক্রিকেটার শাহিন আফ্রিদি, সউদ শাকিল ও কামরান গুলাম। শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।  ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে সউদ শাকিল ও কামরান গুলামকে।

ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ম্যাথু ব্রিটজকের রান ২৩৩, যা বিশ্ব রেকর্ড।

২৮তম ওভারে ম্যাথু ব্রিটজকের রান নেওয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শাহিন আফ্রিদি। আর ২৯তম ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রানআউট হলে তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপন করছিলেন সউদ শাকিল ও কামরান গুলাম।

এদিকে প্রথম ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ১৫০ করার পর দ্বিতীয় ম্যাচে ৮৩ করেছেন ম্যাথু ব্রিটজকে। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে তার রান ২৩৩। এটাও বিশ্ব রেকর্ড। ১৯৫ রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্স।

বিশ্ব রেকর্ড গড়ে পাকিস্তান থেকে দেশে ফিরে গেছেন ব্রিটজকে। কারণ চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই তিনি!

আরও পড়ুন

সর্বাধিক পঠিত