ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনে আসছে, তার সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান।
বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বাংলাদেশে শান্তিপূর্ণ ও দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরুক, সেই প্রত্যাশা তাদের।
“আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশি জনগণের দৃঢ় মনোবল ও ঐক্য তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।”
গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানসহ বিভিন্ন গোষ্ঠী এরই মধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বাংলাদেশে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক উত্তরণের’ প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
‘সংযম’ দেখানোয় বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ওয়াশিংটন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানায়।
রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সংসদ বিলুপ্ত হওয়ায় এরই মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে, যে সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।