Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের জয়ের প্রশংসায় পাকিস্তানি গণমাধ্যম

পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: আইসিসি এক্স
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: আইসিসি এক্স
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে প্রথম ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। শুধু তাই নয় সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। বাংলাদেশ যেন নতুন এক ইতিহাস গড়েছে। এমন বর্ণিল সাফল্যের দিনে পাকিস্তানের গণমাধ্যমে লেখা হয়েছে বাংলাদেশের সাফল্যের গল্প।

দ্য ডনের শিরোনাম ছিল এমন, ‘ঘরের মাটিতে ডেকে এনে অপমান : বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। হেরেছে ৬ উইকেটে।’

দ্য এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ‘বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের ঘরের মাঠের সুবিধাটা মিথে পরিণত হলো।’

জং ডটকমের শিরোনাম এমন, ‘যথারীতি পাকিস্তানকে দ্বিতীয় টেস্টেও হারাল বাংলাদেশ। এবং সিরিজটি ২-০ তে হোয়াইটওয়াশ হলো।’

ডেইলি পাকিস্তান আরও এক কাঠি এগিয়ে লিখেছে, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় বাংলাদেশের।’

জিও নিউজের শিরোনামে দেখা যায় এমন, ‘ইতিহাস গড়ে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।’

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত।

ক্রিকেট পাকিস্তানে লিখেছে, ‘পাকিস্তানের বিপক্ষে ২-০ তে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।’

বাংলাদেশের কাছে এমন হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ভীষণ ক্ষুব্ধ। বাংলা ওয়াশের পর সংবাদ সংস্থা পিটিআইকে জাভেদ মিঁয়াদাদ বলেন, “আমাদের ক্রিকেট যে এই স্তরে নেমেছে তা দেখে খুব খারাপ লাগছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু যে ভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা খুব খারাপ ইঙ্গিত। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ খুব খারাপ।”

এই হারের দায় শুধু ক্রিকেটারদের উপর চাপাচ্ছেন না মিঁয়াদাদ। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও সমান ভাবে দায়ী। তিনি বলেন, “আমি শুধু ক্রিকেটারদের দায়ী করব না। গত দেড় বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ভাবে চলেছে তাতে এর থেকে ভাল কিছু হতে পারে না। বার বার অধিনায়ক ও দল বদল করলে ভাল ফল হয় না। এ বার সময় হয়েছে সেটা বোঝার।”

একই সুরে কথা বলেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ইনজ়ামাম উল হক। তিনি বলেন, “ঘরের মাঠে আমরা বরাবর শক্তিশালী ছিলাম। কিন্তু তার জন্য তো ব্যাটারদের রান করতে হবে। নিজেদের দেশের পিচেই আমরা দাঁড়াতে পারছি না।”

ট্রফি হাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

আর এক সাবেক অধিনায়ক ইউনিস খানের মতে, ব্যাটারদের মানসিক সমস্যা হচ্ছে। তারই খেসারত দিতে হচ্ছে দলকে। তিনি বলেন, “খেলা দেখে আমার মনে হল ব্যাটারদের কোনও পরিকল্পনাই নেই। কীভাবে রান করতে হবে, কীভাবে ব্যাট করতে হবে সেটাই ওরা ভাবছে না। এই পরিস্থিতিতে ওদের আত্মবিশ্বাস জোগাতে হবে। নইলে ওরা আরও ভয় পাবে।”

ভারতের আনন্দবাজার অনলাইনে বাংলাদেশের জয়ের খবরে শিরোনাম করেছে, ‘বাংলাদেশের কাছে হেরে নিজেদের পায়ে কুড়াল মারল পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে আরও দূরে সরে গেল।’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত