Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনিদের জন্য কাপ্তান বাজারের মুরগী বিক্রেতাদের অর্থ সহায়তা

ss-bd-palestine-5-4-24
[publishpress_authors_box]

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য পৌনে দুই লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকার কাপ্তান বাজার পোল্ট্রি মুরগী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি।

শুক্রবার বিকালে সমিতির নেতারা তাদের তোলা ১ লাখ ৭৭ হাজার টাকা পৌঁছে দেন ফিলিস্তিন দূতাবাসে। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের কাছে তুলে দেওয়া হয় এই অর্থ।

কাপ্তান বাজার পোল্ট্রি মুরগী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী বোরহান সকাল সন্ধ্যাকে বলেন, “ফিলিস্তিনের মানুষ কষ্টে আছে। ঠিকভাবে ইফতার বা সেহেরি করার মতো অবস্থা তাদের নেই। আমরা তো বেশি কিছু করতে পারছি না।”

সেই অনুভূতিই তাদেরকে এমন কিছু করতে প্ররোচিত করে। কাজী বোরহান বলেন, “প্রতি বছর আমরা বড় করে ইফতার করি। এবার সেটা করিনি। কিন্তু সবাই টাকা তুলছি। আমরা যে টাকা তুলছি তা ফিলিস্তিনের শিশুদের জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে তুলে দিয়ে এসেছি।”

রাতের কাপ্তান বাজার অনেকের কাছেই অজানা। প্রতি রাতে সারা দেশ থেকে হাজার হাজার মুরগী আসে কাপ্তান বাজারে। ঢাকার খুচরা বিক্রেতারা এখান থেকে সংগ্রহ করে মুরগী। পুরো বিষয়টির তদারকির দায়িত্বে থাকে ‘কাপ্তান বাজার পোল্ট্রি মুরগী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’।

কীভাবে এ উদ্যোগ নেওয়া হলো- এমন প্রশ্নে সমিতির সভাপতি সকাল সন্ধ্যাকে বলেন, “প্রতিবারই রমজানে আমরা সমিতির সবাইকে নিয়ে ইফতার করি। এবারও তেমনই করার কথা ছিল। কিন্তু নানা মাধ্যম থেকে জানতে পারি ফিলিস্তিনের মানুষজন ঘাস দিয়ে ইফতার করছে। এ দৃশ্য আমাদের খুব কষ্ট দেয়। আলোচনা করি আমরা একটা কিছু করি। তখন এ পরিকল্পনা মাথায় আসে।”

সেখানে যুদ্ধ বন্ধ হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, “সাধারণ মানুষকে এভাবে মেরে কার কি লাভ হবে! উৎসব যাচ্ছে, কিন্তু মানুষ উৎসব করতে পারছে না। সবাই একত্রিত হয়ে এই যুদ্ধ বন্ধ করাতে হবে।”

গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। রমজান মাসে যুদ্ধবিরতির প্রস্তাবনা থাকলেও তা মানেনি ইসরায়েল। বেশ কিছুদিন ধরে আশ্রয়কেন্দ্রগুলো নিশানা করে চালানো হচ্ছে হামলা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত