গাজায় নির্বিচারে ইসরায়েলের হামলা ও অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বাড়ায় পদত্যাগ করেছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ এশতায়েহের সরকার।
প্রধানমন্ত্রী নিজেই সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন, জানিয়েছে আল জাজিরা।
তিনি বলেন, “প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে ফিলিস্তিন সরকারের পদত্যাগপত্র আমি জমা দিয়েছি।
“পশ্চিম তীর ও জেরুজালেমে নজিরবিহীন সহিংসতা বৃদ্ধি ও গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের পরিপ্রেক্ষিতে আমার নেতৃত্বাধীন সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।”
অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি অঞ্চল শাসনের দায়িত্ব ফিলিস্তিন সরকারের।
সংবাদ সম্মেলনে এশতায়েহ আরও বলেন, “আমি মনে করি, যুদ্ধপরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে নতুন সরকার ও রাজনৈতিক বিন্যাসের প্রয়োজন। এটি গাজায় সম্প্রতি সৃষ্ট নতুন বাস্তবতা বিবেচনা করবে।
“এছাড়া ফিলিস্তিনিদের মধ্যে জাতীয় ঐক্য সংক্রান্ত আলোচনা ও পুরো ভূ-খণ্ডে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্তৃত্ব বিস্তারেও নতুন রাজনৈতিক কাঠামো দরকার।”
মোহাম্মদ এশতায়েহের নেতৃত্বাধীন সরকার এমন সময়ে পদত্যাগের ঘোষণা দিল যখন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ঢেলে সাজাতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েল-হামাস যুদ্ধ পরবর্তী ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামো নিয়ে তৎপরতা শুরু করেছে হোয়াইট হাউস। এরই অংশ হিসেবে তারা চাইছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস যেন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য শাসন উপযোগী রাজনৈতিক কাঠামো নিয়ে কাজ শুরু করেন।
অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
এশতায়েহের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ বিষয়ে হামাস কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, “যুদ্ধপরবর্তী সময়ে সরকারের বিন্যাস নিয়ে জাতীয় পর্যায়ে ঐক্যমতে পৌঁছার প্রেক্ষাপটে যদি তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে তা ঠিক আছে।”