Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ইতালির ফুটবলে মালদিনির তৃতীয় প্রজন্মের অভিষেক

দাদা, বাবার পর ইতালির জার্সিতে অভিষেক হলো নাতি দানিয়েলের। ছবি : এক্স
দাদা, বাবার পর ইতালির জার্সিতে অভিষেক হলো নাতি দানিয়েলের। ছবি : এক্স
[publishpress_authors_box]

এসি মিলানে কীর্তিটা হয়েছিল আগেই। সিজার মালদিনি, পাওলো মালদিনির পর এই ক্লাবে খেলেছিলেন দানিয়েল মালদিনিও। বিখ্যাত এই পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে সোমবার ইতালির জাতীয় দলেও খেললেন পাওলো মালদিনির ছেলে দানিয়েল মালদিনি।

উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ৭৪ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির বদলি হয়ে নামেন ২৩ বছর বয়সী দানিয়েল। তাতেই হয় অনন্য ইতিহাস।  প্রথমবারের মতো একই পরিবারের তিনজন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন ইতালিয়ান দলে।

সিজার মালদিনি ইতালির হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন ১৯৬০ সালে। ১৪ ম্যাচেই থামে তার ক্যারিয়ার। সিজারের ছেলে পাওলো মালদিনির অভিষেক ১৯৮৮ সালে। সর্বকালের অন্যতম সেরা এই ডিফেন্ডার ২০০৯ সাল পর্যন্ত ইতালির হয়ে খেলেছেন ১২৬টি ম্যাচ। সেটা সে সময় ছিল রেকর্ড। পরে রেকর্ডটা পেছনে ফেলেন ফাবিও কানাভারো ও জিয়ানলুইজি বুফন।

দাদা ও বাবার মত দানিয়েল অবশ্য ডিফেন্ডার নন। আক্রমণাত্মক মিডফিল্ডার তিনি। দানিয়েলের অভিষেকের ম্যাচে ইতালি ৪-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে। এসি মিলান ছেড়ে এ বছর মোনাৎসায় যোগ দেওয়া ৬ ফুট ২ ইঞ্চির দানিয়েল ইতালির জার্সিতে অভিষেক নিয়ে বললেন, ‘‘মাঠে নেমে খুবই খুশি হয়েছি। আমার মা–বাবা গ্যালারিতে থেকে দেখেছেন ম্যাচটা। বাড়ি গেলে জমিয়ে আড্ডা হবে তাদের সঙ্গে।’’

দানিয়েল মাঠে নামার আগেই ৪-১ গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। এরপর আর গোলের দেখা পায়নি কোন দল।  নেশনস লিগের লিগ ‘এ’র গ্রুপ ২–এর শীর্ষে এখন ইতালি। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১০।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত