লিওনেল মেসি ও নেইমার আগেই ছেড়েছেন প্যারিস সেন্ত জার্মেই। গত মৌসুমে কিলিয়ান এমবাপ্পেও বিদায় বলেছেন ফরাসি ক্লাবকে। লম্বা সময় পর বড় তারকা ছাড়া নতুন মৌসুম শুরু করা পিএসজির পথচলাটা মন্দ ছিল না। তবে এখন পর্যন্ত মৌসুমের সবচেয়ে বড় পরীক্ষায় দলের অবস্থা কী, হাড়ে হাড়ে টের পেলেন কোচ লুইস এনরিকে।
চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে হেরেছে পিএসজি। জিরোনার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ শুরু করলেও ‘বড়’ পরীক্ষায় হেরে গেল তারা। আর্সেনালকে ‘সেরা’ মেনে দলের হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন এনরিকে।
এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই ২ গোল পেয়ে যায় আর্সেনাল। ২০ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৫ মিনিটে বুকায়ো সাকার ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে গানাররা। পিএসজি অবশ্য দুর্ভাগাও ছিল। দুই অর্ধে তাদের দুটি শট আর্সেনালের পোস্টে লেগে ফিরে আসে।
তবে পারফরম্যান্সের মাপকাঠিতে আর্সেনাল ছিল এগিয়ে। পিএসজি কোচ এনরিকে নিজেও স্বীকার করে নিয়েছেন, “এই ধরনের (আর্সেনালের বিপক্ষে) ম্যাচে প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড থেকে আমরা অনেক দূরে ছিলাম। চাপ তৈরি, তীব্রতার দিক থেকে আর্সেনাল অনেক ভালো ছিল। তারা প্রতিটি দ্বৈরথ জিতেছে।”
সঙ্গে যোগ করেছেন, “মাঠের প্রতিটি দ্বৈরথ যদি আপনি জিততে না পারেন, তাহলে ইতিবাচক ফলাফলের জন্য খেলা অসম্ভব হয়ে যায়। তাদের ডিফেন্ডাররা আমাদের অ্যাটাকারদের খুব ভালো মতো পড়তে পেরেছে। কিন্তু আমাদের ডিফেন্ডাররা সেটা পারেনি। আর্সেনাল অধিকতর ভালো দল ছিল।”