বান্ধবী চিয়ারা বোনতেম্পিকে টোকিও অলিম্পিক খেলতে যাওয়ার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইতালির অ্যাথলেট জানমার্কো তাম্বেরি। ছেলেদের হাইজাম্পে সোনা জিতে দেশে ফিরে তাকে বিয়ে করেন তিনি। অথচ বিয়ের সেই আংটি প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীতে হারিয়ে ফেলেছেন তাম্বেরি।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌযানে ইতালির পতাকা ছিল তাম্বেরির হাতে। সেই পতাকা ওড়াতে গিয়েই সিন নদীতে হারিয়ে যায় তার বিয়ের আংটি। ভেজা আঙুল গলে আংটিটি পড়ে নৌযানে, সেখান থেকে নদীতে।
এ নিয়ে স্ত্রীর অভিমান ভাঙাতে ইনস্টাগ্রামে তাম্বেরি লিখেছেন, ‘‘নদীতে প্রচুর পানি থাকায় বিয়ের আংটি খোঁজা সম্ভব ছিল না। গত কয়েক মাসে কয়েক কেজি ওজন কমেছে। এজন্যই হয়তো আংটি খুলে গেছে। এটা হারানোর জন্য এর চেয়ে ভাল জায়গা হয় না। ভালোবাসার শহরের নদীগর্ভে চিরদিন থাকবে বিয়ের আংটিটি। এটা হয়তো আরও বড় সোনা নিয়ে বাড়ি ফেরার লক্ষণ।’’
বিয়ের আংটি হারালেও অলিম্পিক থেকে আরও একটা সোনা জয়ের প্রত্যাশাই করেছেন তাম্বেরি।
এদিকে দশ বছর আগে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে জেল খেটেছিলেন নেদারল্যান্ডস ভলিবল দলের খেলোয়াড় স্টিভেন ভ্যান ডে ভেল্ডে। তাকে অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে আইওসি।
স্টিভেনকে নিয়ে বিতর্ক এড়াতে তাকে গেমস ভিলেজে রাখা হয়নি। আলাদা হোটেলে আছেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে তার কথা বলায় নিষেধাজ্ঞাও আছে।
তার খেলা নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র মার্ক অ্যাডামস একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘১০ বছর আগে অপরাধ করেছিল স্টিভেন। তার সাজাও সে পেয়েছে। সে বদলে গেছে আর সবাইকে সুযোগ দেওয়া উচিত।’’