Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সংসদ বিলুপ্ত ঘোষণা

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সংসদ ভবনে উল্লসিত জনতা।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সংসদ ভবনে উল্লসিত জনতা।
[publishpress_authors_box]

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় সরকার পরিচালনায় যে শূন্যতা দেখা দিয়েছে, তার মধ্যে সংসদও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রপতির কার্যালয় থেকে আসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”  

সংসদ বিলুপ্তির এখতিয়ার রাষ্ট্রপতির; কিন্তু সংবাদ বিজ্ঞপ্তির ভাষায় রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করেছেন, সরাসরি এই কথাটি লেখা ছিল না।

গত ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল দ্বাদশ সংসদ। প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনে জয়ী হয়ে গত ১১ জানুয়ারি টানা চতুর্থবার সরকার গঠন করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আট মাসের মধ্যে শিক্ষার্থীর এক আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামানের মাধ্যমে প্রথম এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জানান, এখন দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সংসদ বিলুপ্ত করা হবে।

মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলা ৩টার মধ্যে সংসদ বিলুপ্তির দাবি জানিয়েছিল। সেই সময়সীমার মধ্যেই বঙ্গভবনের সিদ্ধান্ত এল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদেরও মুক্তি দেওয়া হচ্ছে।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। ২০২০ সালে নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি গুলশানে নিজের বাসায় ওঠেন। তবে অসুস্থতার কারণে তাকে বাসা-হাসপাতাল করতে হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত