শহীদ আফ্রিদির মতো তারকার চুক্তির পুরো টাকা দেয়নি চিটাগং কিংস। দলটির মেন্টর হিসেবে পুরো টাকা না পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে অভিযোগ করেছিলেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখতে গিয়ে ফারুক হাঁফ ছেড়ে বেঁচে সাংবাদিকদের বলেছিলেন, ‘‘যাক, আফ্রিদির সঙ্গে দেখা হয়নি!’’
শুধু আফ্রিদি নন চিটাগংয়ের বেশির ভাগ ক্রিকেটারই পাননি চুক্তির পুরো টাকা।
টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন আরও ২৫ শতাংশ আর বাকি ২৫ শতাংশ টাকা টুর্নামেন্ট শেষে দেওয়ার নিয়ম ছিল বিপিএলে।
নিয়ম থাকলেও চিটাগংয়ের হয়ে খেলা পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলামরা পেয়েছেন কেবল ৫০ শতাংশ পারিশ্রমিক।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমন জানালেন এখনও ৫০ শতাংশ পারিশ্রমিক না পাওয়ার কথা, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। বলতেছে দেবে দেবে, আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, শামীম আসলে সব খেলোয়াড়ই… যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি।’’
টুর্নামেন্ট চলার সময় পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হলে পারফরম্যান্সে প্রভাব পড়া স্বাভাবিক। ইমনও বললেন একই কথা, ‘‘আসলে সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। আমাদের পরিকল্পনা থাকে আরও কীভাবে পারফর্ম করব। আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না। এটা আসলে মনোযোগে ব্যাঘাত ঘটায়।’’
চ্যাম্পিয়নস ট্রফি শেষে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার হাত থেকেই ইমন নিয়েছিলেন টি-টোয়েন্টির টুপিটা। মাহমুদউল্লাহর জন্য শুভকামনা জানালেন তিনি, ‘‘রিয়াদ ভাইয়ের হাতে আমার টি-টোয়েন্টি অভিষেক ক্যাপটা পাওয়া। উনাকে অবশ্যই মিস করব। উনি আমাদের দেশের জন্য অনেক করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন ভাইটাল মোমেন্টে। তাই উনাকে অনেক মিস করব।’’