Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

হ্যাটট্রিকের কথা ভুলে গিয়েছিলেন কামিন্স

১ে২২
[publishpress_authors_box]

১৮তম ওভারের শেষ দুই বল ফিরিয়েছিলেন মাহমুদউল্লাহ ও মেহেদী হাসানকে। ২০তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্স আউট করেন তাওহীদ হৃদয়কে। অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে তাতেই হ্যাটট্রিক হয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়কের।

চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন কামিন্স। অস্ট্রেলিয়ান বোলারদের এই সংস্করণে চার হ্যাটট্রিকের তিনটিই বাংলাদেশের বিপক্ষে। তবে কামিন্স যে হ্যাটট্রিক করে ফেলেছেন সেটা নাকি বুঝেননি প্রথমে! কারণ মাঝখানের একটা ওভার বিরতি দিয়ে আক্রমণে ফিরেছিলেন তিনি।

কামিন্সের হ্যাটট্রিকের পর ধারাভাষ্যকার বলছিলেন, ‘‘হ্যাটট্রিক ফর প্যাটট্রিক’’। তবে কামিন্স যে জানতেন না স্বীকার করলেন ম্যাচ শেষে, ‘‘জানতাম না হ্যাটট্রিকের সামনে আছি। আগের ওভারে আমি স্ক্রিনে দেখেছিলাম। পরের ওভারে বল করতে গিয়ে ভুলেও গিয়েছিলাম। আমার মনে হয় স্টয়নিস ডিপ থেকে দৌড়ে এসে উদযাপন করল। উদযাপন করল অন্যরাও। তখন মনে হল, ওহ (হ্যাটট্রিক হয়ে গেছে)! দারুণ ব্যাপারটা।’’

আন্তর্জাতিক ম্যাচে প্রথম হ্যাটট্রিক করে কামিন্স আরও যোগ করলেন, ‘‘যুব পর্যায়ের ক্রিকেটে কয়েকটা হ্যাটট্রিক আছে আমার। অস্ট্রেলিয়ার হয়ে এটাই প্রথম। আমাদের বেঞ্চে থাকা অ্যাগার ও এলিসের হ্যাটট্রিকে আছে। তাদের ক্লাবে যোগ দিতে পারাটা অসাধারণ। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল ম্যাচটা জেতা। সেটা ভালোভাবে পেরেছি, রান রেটও কাজে আসতে পারে একটা সময়।’’

হ্যাটট্রিকের পথে কামিন্স প্রথম উইকেটটি নিয়েছিলেন মাহমুদউল্লাহর। তাতে একটা রেকর্ড হয়েছে মাহমুদউল্লাহর। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশি এই ব্যাটারই সবচেয়ে বেশি ৬বার হলেন হ্যাটট্রিকের অংশ! টি–টোয়েন্টিতে তিনবার, ওয়ানডেতে দুবার ও টেস্টে একবার।

তিন সংস্করণ মিলিয়ে আর কোনো ব্যাটার তিনবারের বেশি হ্যাটট্রিকের অংশ হননি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত