Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স

cc
[publishpress_authors_box]

গত বছরটা স্বপ্নের মতো কেটেছে প্যাট কামিন্সের। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে জিতেছেন দুটি বিশ্বকাপ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারান ভারতকে। সেই ভারতকে তাদেরই মাটিতে হারান ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। ইংল্যান্ডের মাটিতে তার নেতৃত্বেই অ্যাশেজ ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। সিরিজটা শেষ হয় ২-২ সমতায়।

এরই স্বকৃতি পেলেন কামিন্স। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের ২০২৩ সালের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন তিনি। এর আনুষ্ঠানিক নাম ‘‘উইজডেন’স লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’’। ২০১২ সালে মাইকেল ক্লার্কের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে পুরস্কারটা জিতলেন কামিন্স।

কামিন্সের এই পুরস্কারের ব্যাখ্যায় উইজডেনের সম্পাদক লরেন্স বুথ জানালেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার জয়ে নেতৃত্ব দেওয়ার পর অ্যাশেজও ধরে রেখেছেন প্যাট কামিন্স । নেতৃত্ব দিয়েছেন ভারতে ওয়ানডে বিশ্বকাপ জয়ে। ২০২৩ সালে কামিন্স ছাড় আর কোনও পেসার ৪২ উইকেটের বেশি পাননি।’

মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। ‘ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার্স-এ জায়গা পেয়েছেন মিচেল স্টার্ক, উসমান খাজা, অ্যাশ গার্ডনার হ্যারি ব্রুক ও মার্ক উড।

ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার হেইলি ম্যাথুস হয়েছেন লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার। বর্ষসেরা টেস্ট পারফরম্যান্সের স্বীকৃতি ‘উইজডেন ট্রফি ফর আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল টেস্ট পারফরম্যান্স’ জিতেছেন ট্রাভিস হেড।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত