ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের নন্দিত টিভি সিরিজ পাতাল লোক-এর সিজন টু আসছে শিগগিরই। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ক্লিন স্লেট ইমেজ প্রযোজিত এই সিরিজটির প্রধান চরিত্র পুলিশ কর্মকর্তা হাথি রাম চৌধুরী। ভারতের শক্তিমান অভিনেতা জয়দীপ আহলাওয়াত এই চরিত্রে অভিনয় করেছেন।
প্রথম সিজনে দেখা যায় হাথি রাম চৌধুরীকে সাংবাদিক সঞ্জীব মেহরার (নীরাজ কবির) হত্যাচেষ্টার মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। চৌধুরীর এই তদন্ত পরিণত হয় তার পুত্র এবং স্ত্রীর শ্রদ্ধা ফিরে পাওয়ার সুযোগ হিসেবে। হাথি তাই মামলায় ঝাঁপিয়ে পড়েন। তদন্তে বেরিয়ে আসে এক গোপন ও অন্ধকার জগৎ।
জানা গেছে, দ্বিতীয় সিজনের গল্প নিয়ে প্রাইম নাকি বিশেষ গোপনীয়তা বজায় রাখছে। তাই বিশেষ কিছুই জানা যায়নি। তবে দর্শকরা আশা করতে পারেন, হাথি এবং তার টিম নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
প্রাইম ভিডিও ইন্ডিয়ার হেড অব অরিজিনালস নিখিল মাধক অবশ্য সিজন টু নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, “এই নিও-নয়ার ক্রাইম ড্রামাটি নিয়ে দর্শকদের অসাধারণ প্রতিক্রিয়া আমাদের গল্পের আরও গভীরে এক অন্য জগৎ আবিষ্কারের অনুপ্রেরণা দিয়েছে।”
নয়ার ড্রামার সমস্ত গুণাবলী নিয়েও পাতাল লোক তার গল্পে সমাজের দুর্নীতি, শ্রেণীবৈষম্য ও পিতৃতন্ত্র গভীরভাবে তুলে এনেছে। ভারতীয় সমাজের একাধিক ট্যাবু পর্দায় দেখিয়ে এই সিরিজ ইতিমধ্যে নানা সমালোচনার শিকার হয়েছে। তবে সমালোচক এবং সাধারণ দর্শকদের কাছে প্রশংসার পাল্লাই বরং সমালোচনার চেয়ে বেশি ভারি হবে।
পাতাল লোক সিরিজের সিজন টু আসছে বছরের ১৭ জানুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।