Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

পগবার ৪ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে দেড় বছরে

জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। ছবি: এক্স
জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

নিষিদ্ধঘোষিত ড্রাগ নেওয়ার দায়ে সব ধরনের ফুটবল থেকে চার বছর নিষিদ্ধ করা হয়েছিল পল পগবাকে। যদিও নিজেকে ‘নির্দোষ’ দাবি করে ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করার কথা জানিয়েছেন তিনি। আপিল করে কাজও হয়েছে। চার বছরের নিষেধাজ্ঞা দেড় বছরে নেমে এসেছে ফরাসি মিডফিল্ডারের।

গত ২৯ ফেব্রুয়ারি ইতালির ন্যাশনাল অ্যান্টি-ডোপিং ট্রাইবুনাল (নাডো) চার বছরের নিষেধাজ্ঞার শাস্তির ঘোষণা দিয়েছিল পগবাকে। ২০২৩ সালের ২০ আগস্ট তার শরীরে নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। যেকারণে ওই বছরের সেপ্টেম্বর থেকে সাময়িক নিষিদ্ধ ছিলেন পগবা। আর পূর্ণ তদন্ত শেষে বড় শাস্তির ঘোষণা আসে।

এই শাস্তিতে ২০২৭ সালের আগস্ট পর্যন্ত ফুটবল থেকে নিষিদ্ধ থাকতেন ফ্রান্সের বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার। তবে ক্রীড়ার সর্বোচ্চ আদালতে আপিল করে শাস্তি কমিয়ে এনেছেন পগবা। ফলে আগামী বছরের মার্চ থেকে আবার মাঠে ফিরতে পারবেন তিনি। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার নিষিদ্ধ হলেও তার সঙ্গে চুক্তি বাতিল করেনি জুভেন্টাস। আগামী মার্চে ইতালিয়ান ক্লাবের জার্সিতে খেলতে আর কোনও বাধা নেই তার।

সিএএসের আপিলের রায় পক্ষে আসার পর পগবার স্বস্তি, “অবশেষে দুঃস্বপ্ন শেষ হলো। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের সিদ্ধান্তের পরে আমি সেই দিনের অপেক্ষায় থাকতে পারি, যেদিন আমি আবার আমার স্বপ্নগুলি অনুসরণ করতে পারব।”

ফরাসি মিডফিল্ডার আরও বলেছেন, “আমি সবসময় বলেছি, আমি জেনেশুনে কখনোই বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির নিয়ম লঙ্ঘন করিনি। আমি চিকিৎসকের পরামর্শে নির্ধারিত পুষ্টিকর সাপ্লিমেন্ট গ্রহণ করেছিলাম, সেটি আসলে অ্যাথলেটদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না বা বাড়ায় না।”

পগবার শাস্তির মেয়াদ কমানোর সঙ্গে তার ৫ হাজার ইউরোর জরিমানাও তুলে নেওয়া হয়েছে। আগামী সোমবার (৭ অক্টোবর) তার শাস্তি কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দেবে ক্রীড়ার সর্বোচ্চ আদালত।

মাত্র ছয় বছর বয়সে ফ্রান্সের রোইসি-এন-ব্রিয়ের একাডেমি দিয়ে ফুটবলে পা রাখেন পগবা। এরপর আরও দুই ফরাসি ক্লাবের একাডেমি পেরিয়ে ২০০৯ সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ ক্লাবের একাডেমি থেকে মূল দলেও সুযোগ হয়। তবে এক বছরের বেশি থাকেননি ওল্ড ট্র্যাফোর্ডে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে ২০১২ সালে কিনে নেয় জুভেন্টাস। ইতালির এই ক্লাবে গিয়েই খ্যাতির চূড়ায় বসেন পগবা।

জুভেন্টাসে দুই দফায় ছয় মৌসুম কাটিয়েছেন। তবে সাফল্যের বৃষ্টিতে ভেজা তার প্রথম মৌসুমেই। চার বছরের ওই সময়ে প্রত্যেকবার সিরি ‘আ’ জয়ের উল্লাস করেছেন পগবা। কোপা ইতালিয়ায় দুইবার ও ইতালিয়ান সুপার কাপে একবার শিরোপা জিতেছেন তিনি।

ইতালিতে স্মৃতির মণিকোঠায় সাজানো অধ্যায় শেষ করে ফিরে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। ছয় বছরের ইউনাইটেড ক্যারিয়ারে একটি ইউরোপা লিগের সঙ্গে একবার ইংলিশ লিগ কাপের শিরোপা জিতেছেন পগবা। ২০২২ সালে ফিরে আসেন জুভেন্টাসে। নিষিদ্ধ হওয়ার সময়েও এই ক্লাবেই চুক্তিবদ্ধ তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত