বিস্ময়করভাবেই গত কোপা আমেরিকার দলে ছিলেন না পাওলো দিবালা। আর্জেন্টিনা দাপটই চ্যাম্পিয়ন হয়েছে সেই টুর্নামেন্টে। ফাইনালে চোট পাওয়ায় এরপর বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন না লিওনেল মেসি।
তারপরও আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি আর চার দিন পর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য দলে ডাক পাননি দিবালা। একেবারে শেষ বেলায় সোমবার কোচ লিওনেল স্কালোনি ফেরালেন দিবালাকে।
আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে দিবালার অন্তর্ভুক্তি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি না থাকায় তার বিকল্প হিসেবে নেওয়া হয়েছে দিবালাকে।
সৌদি আরবের ক্লাব আল–কাদসিয়হর তিন বছরে ৭৫ মিলিয়ন ইউরো বেতনে পেতে চেয়েছিল দিবালাকে। জাতীয় দলে ফেরার লক্ষ্যে সেই প্রস্তাব ফিরিয়ে দিবালা বলেছিলেন, ‘‘ শুধু অর্থ নয়, আমি সিদ্ধান্ত নেওয়ার বেলায় অনেক কিছু বিবেচনা করেছি। আমার পরিবার, স্ত্রী, শহর, দল এবং জাতীয় দলে ফেরা নিয়ে ভেবেছি। আমার বয়স ৩০ আর ভীষণ ফিট এখন। চোট নিয়ে অনেক সমালোচনা শুনেছি। তবে আমি নিজের খেয়াল রাখার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করি আমি আর ফিরতে চাই জাতীয় দলে।’’
সেই ইচ্ছেটাই পূরণ হলো এএস রোমার এই তারকার।