Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

পদ্মা সেতুর ঋণের আরও দুই কিস্তি পরিশোধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ঋণের দুই কিস্তির চেক তুলে দেন ওবায়দুল কাদের। ছবি : পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ঋণের দুই কিস্তির চেক তুলে দেন ওবায়দুল কাদের। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

পদ্মা সেতু নির্মাণে নেওয়া ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে সেতু বিভাগ।

বৃহস্পতিবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুই কিস্তির হিসেবে ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকার চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ নিয়ে সরকারকে মোট ১ হাজার ২৬২ কোটি ৬৬ লাখ ছয় হাজার ৫৪৮ টাকা পরিশোধ করল সেতু বিভাগ।

নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ দশমিক ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালু হয় ২০২২ সালের ২৫ জুন। এরপর থেকে বুধবার পর্যন্ত পদ্মা সেতু থেকে মোট আদায় হয়েছে ১ হাজার ৬৫৩ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা।

গত ৫ এপ্রিল টোল আদায় হিসাবে অর্জিত রাজস্ব থেকে প্রথম ঋণ পরিশোধ শুরু করে সেতু বিভাগ।  

সপ্তম ও অষ্টম কিস্তির ঋণ পরিশোধ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম. নাঈমুল ইসলাম খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্টরা গণভবনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত