Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি।
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি।
[publishpress_authors_box]

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় এবার জিজ্ঞাসাবাদ করা হবে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে। তাকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে অনুমতি পেয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেয়।

সম্প্রতি মামলাটির তদন্তকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আসামি ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ফারজানা রুপা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার সময় তিনি এটিএন বাংলা টেলিভিশনে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। নিহত মেহেরুন রুনির সঙ্গে ফারজানা রুপার ঘনিষ্ট সম্পর্ক ছিল। পারিবারিকভাবেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল। এ হত্যাকাণ্ড নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্টও করেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভবনা রয়েছে।

বহুল আলোচিত এই হত্যা মামলাটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী টাস্কফোর্স গঠন করে পিবিআই তদন্ত করছে জানিয়ে আবেদনে বলা হয়, এ অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করা বিশেষ প্রয়োজন বলে মনে করে টাস্কফোর্স।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সেসময় সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম।

মামলার আসামিরা হলেন, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে এবং বাকিরা কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত