Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

নাটক শেষে সাদা বলে নতুন কোচ পাকিস্তানের

পাকিস্তানের সীমিত ওভার ফরম্যাটের কোচ আকিব জাভেদ। ছবি: এক্স
পাকিস্তানের সীমিত ওভার ফরম্যাটের কোচ আকিব জাভেদ। ছবি: এক্স
[publishpress_authors_box]

পাকিস্তানের ক্রিকেটে নাটক শেষ হওয়ার নয়। মাঠের মতো ক্রিকেট বোর্ডের কার্যক্রমও ‘আনপ্রেডিক্টেবল’। সাদা বলের কোচ নিয়োগ নিয়ে দুই দিনে কত ঘটনাই ঘটে গেল পাকিস্তান ক্রিকেটে। নাটক শেষে ঘোষণা এলো- সীমিত ওভারের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ।

রবিবার (১৭ নভেম্বর) ক্রিকইনফো ছেপেছিল, পাকিস্তানের লাল বলের ক্রিকেটের কোচ থাকছেন না জেসন গিলেস্পি। এই অস্ট্রেলিয়ার সরে দাঁড়ানোয় পাকিস্তানে তিন ফরম্যাটের কোচ হচ্ছেন আকিব। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই খবর উড়িয়ে দিয়ে বিবৃতি দেয়, দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্টে গিলেস্পিই থাকছেন কোচের দায়িত্বে।

সেই খবরের হাওয়া না থামতেই পিসিবি থেকে এলো নতুন ঘোষণা। সোমবার (১৮ নভেম্বর) সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আকিবকে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলাবেন তিনি।

পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গ্যারি কারস্টেন। কিন্তু বোর্ডের সঙ্গে মতের মিল না পড়ায় ওয়ানডের কোনও ম্যাচে দায়িত্ব পালন না করেই পাকিস্তানের ক্রিকেট ছেড়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটার। তিনি সরে দাঁড়ানোয় সাদা বলের কোচের পদ ফাঁকা হয়। সেখানেই অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন আকিব।

আকিব পিসিবিতে যুক্ত আছেন আগে থেকেই। বর্তমান নির্বাচক কমিটির অন্যতম সদস্য তিনি। অন্তর্বর্তীকালীন কোচ হলেও নির্বাচকের দায়িত্বেও বহাল থাকছেন সাবেক এই পেসার। পিসিবি জানিয়েছে, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সাদা বলের দলের অন্তবর্তী কোচ থাকবেন আকিব। এর মধ্যেই স্থায়ী কোচ খুঁজবে তারা। তবে চ্যাম্পিয়নস ট্রফির পর নিয়োগ পাবে স্থায়ী কোচ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত