Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি : লাহোর ফোর্টে জমকালো আয়োজন

লাহোর ফোর্টে জমকালো আয়োজনে অংশ নিয়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ছবি : এক্স
লাহোর ফোর্টে জমকালো আয়োজনে অংশ নিয়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ছবি : এক্স
[publishpress_authors_box]

২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই দলের সবাই হাজির ছিলেন লাহোর ফোর্টে চ্যাম্পিয়নস ট্রফির জমকালো ‘কার্টেন রেইজার ইভেন্টে’। সেখানে ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জেপি ডুমিনি আর কিছুদিন আগে অবসর নেওয়া নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।

অধিনায়কদের একসঙ্গে ফটোশুট বা সাংবাদিক সম্মেলন অবশ্য হয়নি লাহোর ফোর্টে। ছিলেন না বর্তমান পাকিস্তান দলের কোন খেলোয়াড়ও। তবে স্থানীয় শিল্পীদের আয়োজন ছিল উপভোগ্য। আতিফ আসলাম-সহ পারফর্ম করেন বেশ কয়েকজন সংগীতশিল্পী। আতশবাজির বিশেষ প্রদর্শনীও হয় লাহোর ফোর্টে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ভাষণ দেন অনুষ্ঠানে। তিনি বিশেষ ধন্যবাদ জানান নির্মাণশ্রমিকদের। একটা সময়ে প্রশ্ন উঠেছিল আদৌ টুর্নামেন্টের আগে স্টেডিয়াম তৈরির কাজ শেষ হবে কিনা পাকিস্তানে। সময়মতো কাজ শেষ করাতেই শ্রমিকদের ধন্যবাদ জানান নাকভি।

এদিকে পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে অংশ নিতে যাওয়া দলগুলোর পতাকা থাকলেও ছিল না শুধু ভারতের পতাকা। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পিসিবির একটি সূত্র ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, “আইসিসির নির্দেশ অনুযায়ী ম্যাচের দিন চারটি পতাকা টাঙানো যাবে। আয়োজক পাকিস্তান, উদ্যোক্তা আইসিসি আর যে দু’টি দেশ খেলছে তাদের।”

তবে যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে ভারত ছাড়া সব অংশগ্রহণকারী দেশেরই পতাকা দেখা গিয়েছে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ডের পতাকা রয়েছে সেখানে। এত দেশের পতাকা থাকলে ভারতের কেন নয়? ভারতীয় দলের পাকিস্তানে আসতে না চাওয়ার জন্যই কি তাহলে তাদের পতাকা সরিয়ে নিয়েছে পিসিবি!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত