Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

‘ভোটে’ দল গড়বেন পিসিবির ৭ নির্বাচক!

নতুন নির্বাচকদের নিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভি। ছবি : পিসিবি
নতুন নির্বাচকদের নিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভি। ছবি : পিসিবি
[publishpress_authors_box]

আবারও নির্বাচক কমিটিতে বদল আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়াহাব রিয়াজকে প্রধান করে সালমান বাটকে নিয়োগ দিয়ে সমালোচিত হয়েছিল তারা। কমিটিতে আরও ছিলেন সাবেক ক্রিকেটার কামরান আকমল এবং রাও ইফতেখার।

সেই কমিটি পিসিবি ভেঙে দিলেও রয়ে গেছেন ওয়াহাব রিয়াজ। আজ (রবিবার) ওয়াহাব রিয়াজসহ মোট সাত জনের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

সেখানে আছেন মোহাম্মদ ইউসুফ, আব্দুল রাজ্জাক ও আসাদ শফিক। এই চারজের সঙ্গে যোগ দিবেন প্রধান কোচ, অধিনায়ক ও ডাটা অ্যানালিস্ট।

সাত জনের বড় দল হলেও প্রধান নির্বাচক থাকছেন না কেউ। দল গঠন হবে ভোটে। এই সাত জনের ভোট যারা বেশি পাবেন তারাই থাকবেন দলে! ক্রিকেট পাকিস্তান জানিয়েছে এমনটাই।

মোহাম্মদ ইউসুফ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচক ছিলেন এতদিন। জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় ভেঙে গেল সেই কমিটিও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত