বয়স মাত্র ১৬ বছর। ফুটবল মস্তিষ্কে লামিনে ইয়ামালকে মনে হতে পারে ৩৬ বছরের পরিণত কেউ! এমন পরিপক্ক ফুটবলে আজ মিউনিখে জাদুই দেখালেন স্পেনের এই তরুণ। তাতে মন্ত্রমুগ্ধ ফুটবল বিশ্ব।
২১ মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রান্সের বিপক্ষে চোখ ধাঁধানো গোল করেন ইয়ামাল। বডি ডজে ফরাসি ডিফেন্ডারদের ছিটকে ১৬ বছরের কোনও তরুণ যে শট নেওয়ার সাহস দেখাবেন ভাবেননি ফরাসি গোলরক্ষক। তার কল্পনাকে ছাড়িয়ে নেওয়া বাঁকানো শট পোস্টে লেগে জড়ায় জালে।
ইউরোর ইতিহাসে এবারই প্রথম গোল করলেন ১৬ বছরের কেউ। আজ তার বয়স ১৬ বছর ৩৬২ দিন। ২০০৪ ইউরোয় ১৮ বছর ১৪১ দিনে সবচেয়ে কম বয়সে গোলের আগের রেকর্ডটা ছিল সুইজারল্যান্ডের জন ভনলাথেনের।
ভনলাথেনের পাশাপাশি পেলের একটা রেকর্ডও ভাঙলেন ইয়ামাল। ইউরো বা বিশ্বকাপের মতো মর্যাদার টুর্নামেন্টে যে এটাই সর্বকনিষ্ঠ কারও গোল। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে গোল করেছিলেন ১৭ বছর ২৩৯ দিনে। সবচেয়ে কম বয়সী কারও গোলের সেই রেকর্ড টিকে ছিল ৬৬ বছর। পেলের সেই কীর্তি আজ পেছনে ফেললেন ইয়ামাল।
মরক্কো আর ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় পতাকার ছবি আঁকা বুট পরে এবারের ইউরোয় খেলছেন ইয়ামাল। স্পেনের হলেও অন্য দুই দেশের পতাকার প্রতি এই ভালোবাসার কারণ- তার বাবা ও মায়ের জন্ম এই দুটি দেশে। তিনিও খেলতে পারতেন তাদের হয়ে। ইয়ামাল শেষ পর্যন্ত স্পেনকে বেছে নিলেও বাবা-মায়ের জন্মভূমির প্রতি ভালোবাসা দেখাতেই খেলছেন মরক্কো আর ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় পতাকার ছবি আঁকা বুট পরে।
এই ইয়ামালকে ভালো না বেসে পারবেন না আপনিও।